সিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় আরও ৩০ জন গ্রেফতার

| রবিবার , ২ মার্চ, ২০২৫ at ৩:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগিসহ মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১ মার্চ) রাত ১২টা ১ মিনিট থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে ৩০ জনকে গ্রেফতার করা হয়।

অভিযানে সদরঘাট, ইপিজেড, পাঁচলাইশ, বাকলিয়া, হালিশহর, চান্দগাঁও, কোতোয়ালী, খুলশী, পাহাড়তলী, কর্ণফুলী, ডবলমুরিং ও বায়েজিদ বোস্তামী থানার পুলিশ অংশ নেয়।

গ্রেফতারকৃতদের মধ্যে সদরঘাট থানা থেকে চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সাবেক সভাপতি মোঃ মাহাবুবুর রহমান (৫২) ও ফাতেমা বেগম (৩৮), ইপিজেড থানার মোঃ আতিকুর রহমান (৩২), মোঃ আরিফ (২৯), মোঃ জাহাঙ্গীর আলম (৪৩) ও সুমন প্রকাশ আনোয়ার (৩০) রয়েছেন।

এছাড়া পাঁচলাইশ থানার অনু হাসান (২৫), বাকলিয়া থানার খায়ের মোহাম্মদ রাহুল (২৬) ও মোঃ আমির হোসেন আকাশ (২৫), হালিশহর থানার মোঃ ফয়সাল (৩৩), আবলু বশর (৫২) ও মোঃ শাকিল হোসেন (২৭) গ্রেফতার হয়েছেন।

চান্দগাঁও থানার অভিযানে মোঃ এরমান (২৫), মোঃ মানিক (৪৫), মোঃ নজরুল ইসলাম (২৬), তৌহিদুল ইসলাম তানভীর (২০) ও মোহাম্মদ শুভ (২৩) ধরা পড়েন। কোতোয়ালী থানার মোঃ ফারুক রহমান (৩৪), মোহাম্মদ জুনায়েদ (২৩), আল আমিন (২৫), মোঃ রনি (২৪) ও মোঃ জাহিদুল ইসলাম সাকিব (২৫) গ্রেফতার হন।

খুলশী থানায় আওয়ামী লীগের ১৪ নম্বর ওয়ার্ডের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন (৫২), পাহাড়তলী থানার মোঃ মাঈনুর ইসলাম মামুন (২০) ও মোঃ জামাল (২৬), কর্ণফুলী থানার বড় উঠান ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ সরওয়ার (৩৭) এবং ডবলমুরিং থানার মোঃ আমিন গাজী (২৪), মোঃ ইমাম হোসেন (২১) ও মোঃ রাব্বি (২২) গ্রেফতার হয়েছেন।

বায়েজিদ বোস্তামী থানার পুলিশ মোঃ মনির হোসেন আবির (৩৫)-কে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাস বিরোধী আইন ও পেনাল কোডের বিভিন্ন ধারায় এক বা একাধিক মামলা রয়েছে। এদের মধ্যে অনেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ইফতার সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে নারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধকৃত্রিম সংকট তৈরি করে গুদামে সয়াবিন মজুদ, চট্টগ্রামে অভিযানে ধরা