সিএমপির বিশেষ অভিযানে আরও ৫৪ জন গ্রেফতার

| সোমবার , ১৭ মার্চ, ২০২৫ at ৫:২৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে গত ২৪ ঘন্টায় সিএমপির বিভিন্ন থানার অ‌ভিযানে আওয়ামী লীগের নেতাকর্মীসহ মোট ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞ‌প্তিতে এ তথ্য নি‌শ্চিত করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ডবলমুরিং মডেল থানার প্রদীপ রঞ্জন চক্রবর্তী (৬১), মোঃ সোহেল (২৪), জীবন হোসেন (১৯), মোঃ রানা (২০), তুহিন (২২), লোকমান (২২), আজিজুল হাকিম (৩৭), শিশু মোঃ আলী আরাফাত আকাশ (১৬), মোঃ হৃদয় (২১), মোঃ আব্দুর রশিদ প্রকাশ নসু (৩৩), ইপিজেড থানার আসামি মোঃ রিয়াদ (৩০), মোঃ সাগর (২০), হালিশহর থানার আসামি ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হোসেন (২৮), মো: মিনহাজ আহমেদ প্রকাশ মিজান (২০), মোঃ আলাউদ্দিন আলো (২৬), মোঃ নুরুল আলম প্রকাশ সুমন হাওলাদার (৩৫), খুলশী থানার আসামি নাজিম উদ্দিন (৫৫), মোঃ রোমান প্রকাশ নোমান (১৮), মোঃ নজরুল ইসলাম প্রকাশ রনি (৩১), পতেঙ্গা মডেল থানার আসামি মোঃ আলমগীর হোসেন (৩৩), বন্দর থানার আসামি মোঃ ইলিয়াছ প্রকাশ বাদশা (৪০), বায়েজিদ বোস্তামী থানার আসামি মোঃ সাজ্জাদ হোসেন প্রকাশ বুড়ির নাতী (৩০), মোঃ ছাইদুল আজম প্রকাশ আসিফ (২৪), মোঃ আব্দুর রহিম (২২), কর্ণফুলী থানার আসামি মোঃ শওকত আলী (৩৩), চান্দগাঁও থানার আসামি মোঃ ওয়ালিম (৩২), সাইফুর রহমান সৈকত (৩৫), মোঃ রিয়াজ (২১), মোঃ আলী (৩০), তারা (২৪), পারভীন আক্তার (১৮), মোঃ মিজান (২৬), মোঃ মোস্তাফিজুর রহমান (২৭), ইমন দাস (২৭), দ্বীপ বড়ৃয়া (২২), মোঃ সুরাজ (২১), মোঃ জুবাইদুল আলম (২১), পাহাড়তলী থানার আসামি পাহাড়তলী থানা যুবলীগের নেতা মোঃ সাগর (২৬), মোঃ সাজ্জাদ হোসেন সুমন (২৮), আকবরশাহ্ থানার আসামি মোঃ সুমন হোসেন (২২), মোঃ নুর হোসেন (২৭), মোঃ মহিন উদ্দিন প্রকাশ এমআই (২৫), সাব্বির হোসেন সৈকত (২৪), মোঃ সাহিদুর রহমান আরবি প্রকাশ আরিফ (২৫), সাইফুল ইসলাম (১৮), বাকলিয়া থানার আসামি তানভির উদ্দিন বাবু (২৮), মোঃ শরীফ উদ্দিন (২৭), চকবাজার থানার আসামি মোঃ রাব্বি (২১), মোঃ জাহাঙ্গীর (৪২), মোহাম্মদ তৌহিদ হাসান রানা (২৮), সদরঘাট থানার আসামি মোঃ ফয়েজ প্রকাশ রুবেল (৩০) ও কোতোয়ালী থানার আসামি মোঃ সালাউদ্দিন (৩০), মোঃ মামুন (৩৯), অংখ্যাই মারমা (৩০)।

প্রেস বিজ্ঞ‌প্তিতে বলা হয়, উপরোক্ত আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, থানায় মামলা
পরবর্তী নিবন্ধরাউজানে পাঁচতলা ভবন থেকে পড়ে রঙ মিস্ত্রির মৃত্যু