সিএমপির বন্দর বিভাগের খাদ্যসামগ্রী বিতরণ

| শুক্রবার , ১৬ এপ্রিল, ২০২১ at ৮:০৫ পূর্বাহ্ণ

করোনার প্রাদুর্ভাবে কর্মহীন দারিদ্র্য পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর বিভাগ। গতকাল বৃহস্পতিবার সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন। এ কার্যক্রমের আওতায় প্যাসিফিক জিন্স ও কেএসআরএম’র সহায়তায় সিএমপির বন্দর বিভাগের ২৩ টি বিট এলাকায় বসবাসরত প্রায় ৫০০০ দরিদ্র্য পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ কেজি লবন, ১ লিটার ভোজ্য তেল ও ১টি সাবান সহ সর্বমোট ১৮ কেজি খাদ্য দ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রত্যেকের বাসায় বাসায় গিয়ে বিতরণ করা হবে।
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (বন্দর) এস এম মেহেদী হাসানসহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতালে ডাক্তার নার্স ও রোগীদের জন্য ইফতারী প্রদান
পরবর্তী নিবন্ধরাউজানে ৩৫০ কৃষককে বীজ ও সার বিতরণ