সিএমপির কনস্টেবল অমি দাশ তিন দিনের রিমান্ডে

| মঙ্গলবার , ১৯ আগস্ট, ২০২৫ at ৪:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের ওয়াকিটকিতে দেওয়া গোপন বক্তব্য ফাঁসের অভিযোগে গ্রেপ্তার হওয়া কনস্টেবল অমি দাশকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীন শুনানি শেষে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট আইন-১৯২৩-এর মামলায় অমি দাশকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়, গত ১২ আগস্ট রাত আটটায় খুলশী থানায় কর্মরত থাকা অবস্থায় অমি দাশ তার কাছে থাকা বেতারযন্ত্র থেকে সিএমপি কমিশনারের কৌশলগত বক্তব্য ভিডিও করে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এতে পুলিশের ভাবমূর্তি নষ্ট হওয়া ছাড়াও কৌশলগত আভিযানিক তথ্য ফাঁস হয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে কাগজের কার্টনে নবজাতকের লাশ
পরবর্তী নিবন্ধপাঁচলাইশে ৫০ লাখ টাকার ভেজাল যৌন উত্তেজক ওষুধ উদ্ধার, দুই যুবক গ্রেপ্তার