সিএমপিকে ২৫ হাজার মাস্ক দিল কানেক্ট দ্য ডটস

| শুক্রবার , ১১ ডিসেম্বর, ২০২০ at ৬:০৮ পূর্বাহ্ণ

চ্যারিটি প্রতিষ্ঠান কানেক্ট দ্যা ডটস ফাউন্ডেশন বর্তমান কোভিড পরিস্থিতিতে মাস্ক ব্যবহারে সচেতনতা বাড়াতে ১ লাখ মাস্ক বিনামূল্যে বিতরণের ঘোষণা দেয় বিশ্ব স্বেচ্ছাসেবী দিবসে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যদের জন্য ২৫ হাজার মাস্ক হস্তান্তর করল দাতব্য সংস্থাটি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিএমপি কমিশনারের কার্যালয়ে কমিশনার সালেহ্‌ মোহাম্মদ তানভীরের কাছে ২৫ হাজর সার্জিক্যাল মাস্ক হস্তান্তর করেন কানেক্ট দ্যা ডটস এর প্রতিষ্ঠাতা কর্পোরেট ব্যক্তিত্ব তানভীর শাহরিয়ার রিমন। এ সময় সিএমপির উপ কমিশনার (উত্তর) বিজয় বসাক এবং কানেক্ট দ্যা ডটস এর ট্রাস্টি মেম্বার দিনার সাজ্জাদ, আফফান বিন আনোয়ার উপস্থিত ছিলেন।
কানেক্ট দ্যা ডটস চট্টগ্রামে কোভিড পরিস্থিতির শুরু থেকেই অক্সিজেন ব্যাংক তৈরি করে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার দেয়া, স্কুলের বেতন দিতে না পারা মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য দীর্ঘমেয়াদী বৃত্তি চালু করা, চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল এবং মা ও শিশু হাসপাতালে মেডিক্যাল ইকুইপমেন্ট সহায়তা প্রদান, পিপিই বিতরণ, বন্যায় ৩২টি জেলায় ত্রাণ পৌঁছে দেয়ার কাজসহ নানা রকম সামাজিক কাজ করে আসছে। সিএমপি কমিশনার সালেহ্‌ মোহাম্মদ তানভীর বলেন, কানেক্ট দ্যা ডটস এর কার্যক্রম খুবই প্রশংসনীয়। মানুষকে ঐক্যবদ্ধ করে কল্যাণের কাজে তারা যেভাবে এগিয়ে এসেছে তাতে করে বহু মানুষ উপকৃত হচ্ছে। সিএমপি সদস্যদের জন্য মাস্ক দেয়ায় তিনি প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানান।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা পরিষদের শোকসভা
পরবর্তী নিবন্ধঅত্যাধুনিক সেবা-মানসম্পন্ন সিটি ব্যবস্থা গড়তে চাই