চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) পরিচালিত সিএমপি স্কুল এন্ড কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বিকেলে দামপাড়াস্থ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। বিশেষ অতিথি ছিলেন সভানেত্রী, পুনাক, সিএমপি সামিরা আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমপি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. শরীফ হোসেন। প্রাথমিক, মাধ্যমিক এবং কলেজ শাখার শিক্ষার্থীরা এক সপ্তাহ ধরে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নিয়েছে। গতকাল মূল অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়। যেখানে ছিল ১০০ মিটার দৌঁড়, মোরগ লড়াই, ফুল কুড়ানো, যেমন খুশি তেমন সাজো, কারাতে প্রদর্শনী। অনুষ্ঠানে আগত অভিভাবকদের জন্য ছিল বেলুন ফুটানো, পিলো পাসিংসহ বিভিন্ন ইভেন্ট। প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহমেদ, উপ–পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ–পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক–উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ–পুলিশ কমিশনার (ডিবি–উত্তর) মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ–পুলিশ কমিশনার (ডিবি–দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক–শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।











