সিএমপি কমিশনারের সাথে আঞ্জুমান মুফিদুল ইসলাম নেতৃবৃন্দের সাক্ষাৎ

| শুক্রবার , ১ জানুয়ারি, ২০২১ at ৬:৫২ পূর্বাহ্ণ

সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের সঙ্গে সম্প্রতি সৌজন্য সাক্ষাৎ করেছে আঞ্জুমান মুফিদুল ইসলাম নেতৃবৃন্দ। আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সিনিয়র সহসভাপতি ও দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেকের সভাপতিত্বে সাক্ষাৎকালে কেন্দ্রীয় অফিস থেকে পাওয়া ৩ হাজার কম্বল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের মাঝে বিতরণ ও সংস্থার বহুতল ভবন নির্মাণের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী, উপপুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী, সহসাধারণ সম্পাদক কাজী মো. আশেক ই এলাহী এবং সহকারী পরিচালক মো. সেলিম নাসের। নেতৃবৃন্দ আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের বিভিন্ন সেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এছাড়া কেন্দ্রীয় অফিস থেকে পাওয়া কম্বল রোহিঙ্গা শরণার্থীদের মাঝে বিতরণের জন্য পুলিশের পক্ষে উপপুলিশ কমিশনার (সদর) ও আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের পক্ষে কোষাধ্যক্ষকে দায়িত্ব দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে তিন মাছ ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১০৫ জন