এনসিসি ব্যাংকের কর্মকর্তাদের জন্য দিনব্যাপী সিএমএসএমই অর্থায়নে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম.শামসুল আরেফিন প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন। এসময় উপ–ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো. মাহবুব আলম ও মো. রাফাত উল্লা খান, হেড অব রিটেইল অ্যান্ড এসএমই বিজনেস মোহাম্মদ রীদওয়ানুল হক, মানবসম্পদ বিভাগের প্রধান সৈয়দ হাসনাইন মামুন, হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন এবং ট্রেনিং ইনস্টিটিউটের এফএভিপি ড. সৈয়দ জাভেদ মো. সালেহ্উদ্দিন উপস্থিত ছিলেন। শাখা পর্যায়ের মোট ৫০ জন রিলেশনশীপ অফিসার (আরও) এবং রিলেশনশীপ ম্যানেজার (আরএম) প্রশিক্ষণে অংশ নেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম. শামসুল আরেফিন বর্তমানে ব্যাংকিং ব্যবসায় সিএমএসএমই’র গুরুত্ব তুলে ধরেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে এই সেক্টরের অবদানের কথা উল্লেখ করেন। এনসিসি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে সিএমএসএমই খাতে অর্থায়নে অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।