সিএন্ডএফের কর্মবিরতিতে দিনভর স্থবির কাস্টমস

বন্দরে পণ্য খালাস কার্যক্রম ব্যাহত, হয়নি নথি শুল্কায়ন

আজাদী প্রতিবেদন | বুধবার , ৮ জুন, ২০২২ at ৬:২৭ পূর্বাহ্ণ

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম কাস্টম হাউসে দিনভর কর্মবিরতি পালন করেছে চট্টগ্রাম কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নেতারা। গতকাল সকাল থেকে কাস্টমসের প্রধান ফটক অবরোধ করে রাখেন সিএন্ডএফ এজেন্টের নেতা ও কর্মচারীরা। সন্ধ্যা ৭টার দিকে কর্মসূচির সমাপ্তি টানা হয়। কর্মবিরতির কারণে সারাদিন কাস্টমসে একটি নথিও শুল্কায়ন করা সম্ভব হয়নি। ফলে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস কার্যক্রম ব্যাহত হয়। এতে চট্টগ্রাম বন্দরে কন্টেনার জট হওয়ার আশঙ্কা করছেন আমদানি-রপ্তানি সংশ্লিষ্টরা।

কর্মবিরতির বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম রাব্বানি রিগ্যান দৈনিক আজাদীকে বলেন, ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা চট্টগ্রাম কাস্টমসে কর্মবিরতি পালন করেছি। স্বাভাবিক দিনগুলোতে প্রায় ৪ হাজার আমদানি-রপ্তানি নথি শুল্কায়ন হয়ে থাকে। তবে আজ (গতকাল) কোনো নথি শুল্কায়ন হয়নি।

জানতে চাইলে চট্টগ্রাম কাস্টম হাউসের উপ-কমিশনার (প্রিভেন্টিভ) নুর উদ্দিন মিলন দৈনিক আজাদীকে বলেন, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনে কর্মবিরতির কারণে কাস্টমসের কোনো কাজ হয়নি।

জানা গেছে, দেশের সকল কাস্টম হাউস এবং শুল্ক স্টেশনে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন কর্মবিরতির ডাক দেয়। ফেডারেশনের উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে- শুল্ক মূল্যায়ন বিধিমালা-২০২০ যথাযথভাবে বাস্তবায়ন করা, এইচএস কোড ও সিপিসি ভুলের কারণে জরিমানা আরোপ ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আদেশ ও বিধি বিধান বাতিল করা, লাইসেন্সিং বিধিমালা-২০২০ ও কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ এর ধারা ২০৯ মোতাবেক কার্যক্রম গ্রহণ না করে এবং সিএন্ডএফ এজেন্টদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ বা শুনানি প্রদানের সুযোগ না দিয়েই এআইএন লক করা বা লাইসেন্সিং সাময়িক বাতিল করা, কোনো দোষ প্রমাণিত না হলেও জরিমানা আরোপের মতো কার্যক্রম বন্ধ করাসহ ব্যবসায়ীদের স্বার্থ বিরোধী বিধি-উপবিধি বাতিলের দাবি জানানো হয়।

উল্লেখ্য, এর আগে গত ১৮ মে সিএন্ডএফ লাইসেন্স রুলের অপব্যাখা করে প্রায় প্রায় দুই শতাধিক লাইসেন্স নবায়ন না করার অভিযোগ এনে চট্টগ্রাম কাস্টমসে বিকাল ৪ পর্যন্ত কর্মবিরতি পালন করে চট্টগ্রাম কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নেতারা। পরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে কর্মবিরতি প্রত্যাহার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধইন্টার্ন ডাক্তারদের বিরুদ্ধে নার্সদের মারধরের অভিযোগ, বিক্ষোভ
পরবর্তী নিবন্ধএসিড ভর্তি কন্টেনারে ধোঁয়া, বন্দরে আতংক