Unity Spark-US, চট্টগ্রাম সেন্ট্রাল ইউনিট সম্প্রতি একটি হৃদয়ছোঁয়া সামাজিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। সংগঠনের সদস্যরা আল আমিন চাইল্ড একাডেমি পরিদর্শন করে সেখানে অধ্যয়নরত সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সময় কাটান।
এই অনুষ্ঠানে শিশুদের জন্য কবিতা আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতা দুটি বিভাগে অনুষ্ঠিত হয়, যেখানে মোট ১০ জন শিশুকে (প্রতি বিভাগে ৫ জন করে) বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হয়। বিভিন্ন বয়সের শিশুদের অংশগ্রহণ অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশ তৈরি করে।
Unity Spark-এর লক্ষ্য হলো শিশুদের মধ্য থেকে লুকিয়ে থাকা মেধা, সৃজনশীলতা ও প্রতিভাকে খুঁজে বের করা, পাশাপাশি তাদের সঙ্গে আনন্দময় ও অনুপ্রেরণামূলক সময় কাটানো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাকিবুল ইসলাম চৌধুরী এবং সদস্যবৃন্দ—উম্মে হাবিবা রশিদ হিয়া, সাকিবুল ইসলাম শিহাব, মুহিবুল হাসান রাফি, শ্রাবন্তি বড়ুয়া, মোহাম্মদ সোহেল, মাসুদ রানা ও শামসু ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন আল আমিন চাইল্ড একাডেমির শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।
সংগঠনের সদস্যরা শিশুদের উদ্দেশ্যে মূল্যবান ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান শেষে শিশুদের জন্য নাস্তা ও ফল বিতরণ করা হয়। এছাড়া শীতের তীব্রতা থেকে শিশুদের কোমল ত্বক সুরক্ষিত রাখতে মোশ্চারাইজার (ভেসলিন) এবং আনন্দ ভাগাভাগি করতে চকলেট প্রদান করা হয়।
Unity Spark বিশ্বাস করে, একটু যত্ন, উৎসাহ ও ভালোবাসা একটি শিশুর ভবিষ্যৎ বদলে দিতে পারে, এবং এই ধরনের সামাজিক কার্যক্রম সংগঠন ভবিষ্যতেও অব্যাহত রাখবে।












