আমার গাড়ী নিরাপদ ডাটাবেজের মাধ্যমে সিএনজিতে ফেলে যাওয়া ব্যবসায়ী ফিরে পেয়েছেন তার ব্যাগে থাকা নগদ ৫০ হাজার টাকা, ল্যাপটপসহ গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। গতকাল দুপুর ২টায় চকবাজার ওসি ও তাদের অনান্য অফিসারদের তৎপরতায় গাড়ির মালিকের মাধ্যমে হারিয়ে যাওয়া ব্যাগসহ সকল জিনিসপত্র প্রকৃত মালিককে বুঝিয়ে দেয়া হয়। জানা গেছে, ঢাকার ব্যাবসায়ী ফরহাদ হোসেন (৩৯), গত ৩ জুলাই সকাল ৯টায় চকবাজার থেকে ব্যবসায়িক কাজে বায়েজিদ থানা এলাকায় যাওয়ার জন্য একটি সিএনজিতে ওঠেন। বায়েজিদ চা বোর্ড অফিসের সামনে এসে তিনি সিএনজি ভাড়া দিয়ে ভুলক্রমে তার ব্যাগটি সিএনজির ভেতর রেখে নেমে যান। তার ব্যাগের মধ্যে মূল্যবান কাগজপত্র ৫০ হাজার টাকা ও একটি ল্যাপটপ ছিল। অল্প কিছুক্ষণ পর ব্যাগের কথা মনে পড়লে ফরহাদ হোসেন দ্রুত সিএনজিটি যেখানে ছিল সেখানে এসে দেখেন সিএনজিটি নেই। তিনি তাৎক্ষণিক বায়েজিদ বোস্তামী থানায় গিয়ে বিষয়টি জানালে বায়েজিদ থানা পুলিশ সিএনজিটি শনাক্ত করার চেষ্টা করেন। কিন্তু ঘটনাস্থলে কোন সিসিটিভি না থাকায় চকবাজার থানার ওসিকে এই ব্যাপারে সহযোগিতার জন্য অনুরোধ করেন। ফরহাদ হোসেন ৩ জুলাই রাত সাড়ে ১০টায় চকবাজার থানায় এসে বিষয়টি জানান। তিনি ঢাকা থেকে ব্যবসার উদ্দেশ্য চট্টগ্রাম এসেছেন। চকবাজার থানার ওসি পুরো বিষয়টি জানার পর তাৎক্ষণিক বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে এলাকার মোবাইল টিম, নিজস্ব সোর্স ও চকবাজার এলাকার সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে সিএনজিটি শনাক্ত করেন। এতে সিএনজির মালিকের নাম ও মোবাইল নাম্বার শনাক্ত করতে সক্ষম হন। গতকাল ফরহাদ হোসেনকে তার হারিয়ে যাওয়া ব্যাগ, টাকা ও ল্যাপটপ ফিরিয়ে দিয়েছেন।