নগরীর চান্দগাঁও থানাধীন খাজা রোডসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা উত্তর ও দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন। গ্রেপ্তারকৃতরা হলো মো. সবুজ (২৯), সজিব সিকদার প্রকাশ সজিব বাবু (৫২), মোস্তফা রেজা প্রকাশ পেয়ারু (২৭) ও সাইফুল ইসলাম (৩০)।
মুহাম্মদ আলী হোসেন জানান, নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরাই ১১টি সিএনজি অটোরিকশাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা সিএনজি অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেট্রো ও প্রাইভেট সিএনজি অটোরিকশা চুরি করে। চুরি করা সিএনজি অটোরিকশার রঙ ও ইঞ্জিল চেসিস নম্বর পরিবর্তন করে ভুয়া কাগজপত্র করে বিক্রি করে।