সিএইচসিপি এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির মানববন্ধন

| শনিবার , ১৮ অক্টোবর, ২০২৫ at ৮:১০ পূর্বাহ্ণ

বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন চট্টগ্রাম বিভাগের সকল জেলায় কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনের শুরুতে সিএইচসিপিদের চাকরী স্থায়ীকরণ করে ইএফটির মাধ্যমে বেতন ভাতা প্রদান করায় প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা, বিশেষ সহকারীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন সংগঠনের বিভাগীয় সভাপতি মো. নঈম উদ্দীন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক মো. জরিপ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আফফান মজলিস ঝুলন, সদস্য উৎপল দাশ, আব্দুর রহিম, মঈনুল হাসান ও রিনা আক্তার। বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের অধীন বিভিন্ন জেলার নেতৃবৃন্দ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধন কর্মসূচিতে ৫ দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলো হল সিএইচসিপিদের গত জুলাই ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত সাড়ে পাঁচ মাসের বকেয়া বেতন ও ২০২২ ব্যাচের ১৫ মাসের বকেয়া বেতন অতি দ্রুত সময়ে পরিশোধ, একই বেতনে ১৪ বছরের বৈষম্য নিরসন, সিএইচসিপিদের বেতন গ্রেড ১২তম গ্রেডে উন্নীতকরণ, সিএইচসিপিদের চাকরীর প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত করে সকল সুযোগসুবিধা বাস্তবায়ন এবং কমিউনিটি ক্লিনিকের চলমান প্রাথমিক স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা। দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউসেপ, সিইপিজেড ও কেইপিজেডের যৌথ সভা
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে পেয়ারা চাষে প্রয়োজন সমন্বিত উদ্যোগ