সিইপিজেডে সাউথইস্ট ব্যাংকের শাখা উদ্বোধন

| মঙ্গলবার , ১ জুলাই, ২০২৫ at ৫:১০ পূর্বাহ্ণ

আধুনিক ব্যাংকিং সেবার পরিধিকে বিস্তৃত করার লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক পিএলসি. চট্টগ্রাম ইপিজেডের কমার্শিয়াল কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ১৩৬ তম “চট্টগ্রাম ইপিজেড শাখা”র উদ্বোধন করেছে। সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর পরিচালক ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান উপস্থিত থেকে চট্টগ্রাম ইপিজেড শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল আমিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং কর্পোরেট অ্যাফেয়ার্স এবং সিএসআর বিভাগের প্রধান মোঃ মুশফিকুর রহমান, গ্রাহকবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, পেশাজীবীবৃন্দ, শিক্ষাবিদ, ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমৃদ্ধির পথে অগ্রযাত্রায় আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে অব্যাহত রাখতে এবং দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক সব সময়, সব খানে, সবার জন্য উন্মুক্ত করেছে আধুনিক ব্যাংকিং সেবা। তথ্য প্রযুক্তি সমৃদ্ধ প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ইসলামিক ব্যাংকিং এর সকল আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবাসমূহ এই শাখা থেকে প্রদান করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় টমটমে ডাম্পারের ধাক্কা, চালক নিহত
পরবর্তী নিবন্ধডিসি পার্ক চট্টগ্রামের সম্পদে পরিণত হোক : জেলা প্রশাসক