চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেন্টার ফর বিজনেস এডমিনিস্ট্রেশন এ্যালমনাই এসোসিয়েসনের বিশেষ সাধারণ সভা গত নভেম্বর সিউসিবিএ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সভায় এসোসিয়েসনের গঠনতন্ত্র অনুমোদন, নির্বাচন কমিশন গঠন এবং আগামীতে বিভিন্ন কর্মপরিল্পনা নিয়ে আলোচনা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং সংগঠনের উপদেষ্টা প্রফেসর ড. সজীব কুমার ঘোষকে প্রধান নির্বাচন কমিশনার করে এবং জিএম রেজাউল ইসলাম ভুইয়া ও মনোয়ার পারভেজের সমন্বয়ে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিইউসিবিএর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জামল উদ্দিন। বক্তব্য রাখেন প্রফেসর ড. আবদুল্লাহ মামুন, প্রফেসর ড. সজীব কুমার ঘোষ, জিএম রেজাউল ইসলাম ভুইয়া, মনোয়ার পারভেজ। সভাপতিত্ব করেন আহ্বায়ক মো. ইউছুফ। অনুষ্ঠান পরিচালনা করেন এবিএম শিহাব উদ্দিন। উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, মো. মিজানুর রহমান, শফিকুল ইসলাম, মো. মিজানুর রহমান ও দীপেশ বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।