সিইউএফএলে আবারও উৎপাদন বন্ধ

গ্যাস সংকট

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ১২ এপ্রিল, ২০২৫ at ৬:২৭ পূর্বাহ্ণ

গ্যাস সংকটের কারণে উৎপাদন বন্ধ হয়ে গেল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল)। গ্যাস সংকট, যান্ত্রিক সমস্যাসহ নানা সংকট কাটিয়ে গত ২৭ ফেব্রুয়ারি উৎপাদনে যাবার ৪২ দিন পর আবারও বন্ধ হয়ে গেল বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) পরিচালনাধীন আনোয়ারার রাঙ্গাদিয়ায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সারকারখানা সিইউএফএল। যার কারণে কারখানাটি দৈনিক দুই কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা লোকসানের মুখে পড়েছে। গতকাল শুক্রবার সকাল ৭টায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেলে কারখানাটি বন্ধ হয়ে পড়ে। সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, রাষ্ট্রায়ত্ত পেট্রোবাংলার গ্যাস বিতরণ প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) সিইউএফএলে গ্যাস সরবরাহ দিয়ে থাকেন। কেজিডিসিএল সূত্রে জানা গেছে, সিইউএফএলে দৈনিক ৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। আর আনোয়ারায় অবস্থিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানিকাফকোকে দৈনিক ৪২ থেকে ৪৩ মিলিয়ন গ্যাস সরবরাহ করা হয়।

মিজানুর রহমান জানান, গতকাল সকাল ৭টা থেকে সিইউএফএলে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। যার ফলে আমাদের কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। ১৭৫০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন সিইউএফএল সারকারখানাটিতে এখন ইউরিয়া উৎপাদন ক্ষমতা কমে ১১৫০ মেট্রিক টনে চলে এসেছে। বর্তমানে প্রতি মেট্রিক টন ইউরিয়া সারের বাজার মূল্য ২৫ হাজার টাকা। বর্তমানে সিইউএফএল বন্ধ থাকলে দৈনিক ক্ষতি দুই কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা।

কেজিডিসিএলের মহাব্যবস্থাপক প্রকৌশলী আমিনুর রহমান জানান, গ্যাস সরবরাহ করার বিষয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় না। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে থাকে।

পূর্ববর্তী নিবন্ধমৌসুমের প্রথম বৃষ্টি, নগরে স্বস্তি
পরবর্তী নিবন্ধমঙ্গল শোভাযাত্রা নয়, এবার ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’