আনোয়ারার রাঙ্গাদিয়ায় অবস্থিত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) কার্যকরী পরিষদ নির্বাচন আজ বুধবার অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচনে ভোটগ্রহণ চলবে।
নির্বাচন কমিশনার সূত্রে জানা যায়, সিইউএফএল সিবিএ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫০০ জন। নির্বাচনে তিনটি প্যানেলের মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে সভাপতি পদে মো. আবদুর রহিম, মো. আবুল বশর, একিউএম সেলিম রেজা চৌধুরী; কার্যকরী সভাপতি পদে মো. নুরুল আমিন, মো. বজলুর রহমান ভূঁইয়া, মো. মাহাবুবুল আলম; সহ-সভাপতি পদে মো. আলম মজুমদার, মো. দিদারুল আলম, মোসলেম উদ্দিন; সাধারণ সম্পাদক পদে আনোয়ারুল আজীম সবুজ, এ কে এম আমিনুর রহমান, মো. হারুন অর-রশিদ (১); যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. ইলিয়াছ, মো. এমরান খান; সহসাধারণ সম্পাদক পদে মো. আবদুল আলী, মো. আবদুল কুদ্দুস, আলাউদ্দিন আহমেদ, মো. হুমায়ুন কবির; অর্থ সম্পাদক পদে এএসএম আলমগীর চৌধুরী, মো. মোশাররফ হোসেন, মো. সাহাব উদ্দিন; সাংগঠনিক সম্পাদক পদে মো. আসলাম উদ্দিন, মো. নজরুল ইসলাম, মো. রবিউল ইসলাম খান, মো. শাহিনুর রশিদ; প্রচার সম্পাদক পদে মো. মারফত আলী আকন্দ, মো. শামীম, সোহাগ তালুকদার; দপ্তর সম্পাদক পদে মো. আবদুল কাদের, কাজী মহিউদ্দিন আহমেদ; আইন সম্পাদক পদে আনিসুর রহমান, এম কে মহিউদ্দিন ও মো. সোলেমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।নির্বাচন কমিশনার শ্যামল কান্তি নাথ বলেন, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন করার লক্ষ্যে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে।