চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৪তম ব্যাচের শিক্ষার্থীদর সংগঠন ‘সি.ইউ.ক্লাব–৩৪’ এর উদ্যোগে গতকাল শনিবার নগরীর একটি রেস্টুরেন্টে ৩৪ ব্যাচের প্রাক্তন ছাত্র–ছাত্রীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রাক্তন চেয়ারম্যান আব্দুচ ছালাম। ক্লাবের সভাপতি কে এম শহীদুল কাওসারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউল হাসানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা চবি সহযোগী অধ্যাপক ড. মঈনুল ইসলাম, অধ্যাপক ড.সুমন বড়ুয়া, ক্লাব–৩৪’র কর্মকর্তা চবি সহযোগী অধ্যাপক ড. শারমিন মুস্তারী, সহযোগী অধ্যাপক সুব্রত দাশ, সহকারী অধ্যাপক সহকারী প্রক্টর মুহাম্মদ ইয়াকুব, ক্লাব–৩৪’র যুগ্ম সম্পাদক বিশ্বজিত দাশ, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, ড. জাহেদ খান প্রমুখ।
এ সময় আব্দুচ ছালাম বলেন, জাতির যে কোন প্রয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা বরাবরের মতই দায়িত্বশীল ভূমিকা রেখে চলেছে। ৩৪ ব্যাচের যে কোন গঠনমূলক কর্মকাণ্ডে একজন অগ্রজ হিসেবে আমি সবসময় পাশে থাকব। প্রেস বিজ্ঞপ্তি।












