চট্টগ্রামে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর সিআরবি এলাকায় পিপিপি প্রকল্পের আওতায় হাসপাতাল ও মেডিকেল কলেজ নির্মাণ নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যে এলাকাটি পরিদর্শন করেছেন আওয়ামী লীগ নেতারা। গতকাল বুধবার দুপুরে নির্মাণাধীন এ হাসপাতালের স্থান পরিদর্শন ও রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এর মধ্যে ছিলেন নগর সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলার সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, শ্রমিকলীগের কেদ্রীয় সহ-সভাপতি শফর আলী প্রমুখ।
পরিদর্শনকালে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, কিছু ব্যক্তি ও সংগঠন সামাজিক যোগাযোগ মাধ্যমে সিআরবি শিরিষতলায় হাসপাতাল নির্মাণ করছে বলে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। অথচ হাসপাতাল নির্মাণ হবে শিরিষতলা হতে পূর্বে তৃতীয়-চতুর্থ শ্রেণির কোয়ার্টার সংলগ্ন এলাকায়। যেখানে অবৈধ বস্তিবাসীর বসবাস রয়েছে। বতর্মানে কোয়ার্টার ভেঙে ফেলা হয়েছে। নেতৃবৃন্দ জানান, তারা প্রকল্প পরিচালকের সঙ্গে কথা বলে স্থান সম্পর্কে অবহিত হয়েছেন। পরে একটি সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে জনগণকে অবহিত করা হবে।
প্রকল্প পরিচালক প্রকৌশলী আহসান জাবির জানান, এখানে কোনো শতবর্ষী গাছ কাটা হবে না এবং শিরিষতলায় হাসপাতাল নির্মাণ হচ্ছে না। এটা সরকারের গুরুত্বপূর্ণ একটি প্রকল্প।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন পিপিপি কর্তৃপক্ষের অনুমোদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম রেলওয়ের সিআরবি এলাকায় প্রায় ৪শ কোটি টাকা ব্যয়ে ৫শ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল এবং ১শ আসন বিশিষ্ট মেডিকেল কলেজ নির্মাণ প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে ভৌত অবকাঠামোর কাজ শুরু হবে। রেলওয়ের ৬ একর জায়গার উপর ইউনাইটেড চট্টগ্রাম হাসপাতাল লি. ৪শ কোটি টাকা ব্যয়ে এ হাসপাতাল নির্মাণ করছে।