চট্টগ্রামের সিআরবি এলাকার প্রাণ-প্রকৃতি ও শতবর্ষী গাছগুলো রক্ষার আহ্বান জানিয়ে সিআরবি রক্ষা মঞ্চের নেতৃবৃন্দ বলেছেন, সিআরবি হচ্ছে চট্টগ্রামের একটি ঐতিহ্যগত এলাকা। ব্রিটিশ আমলের ভবন, আঁকা-বাঁকা রাস্তা, পাহাড়, টিলা ও শতবর্ষী নানা প্রকারের গাছগাছালিতে পরিপূর্ণ সিআরবি এলাকা। সিআরবির প্রাণ প্রকৃতি রক্ষায় রেলওয়ের চুক্তি বাতিল করতে হবে। গত ৪ সেপ্টেম্বর ঈদগাহ কাঁচা রাস্থার মোড়ে অনুষ্ঠিত এক সভায় সিআরবি রক্ষা মঞ্চের নেতৃবৃন্দ উপরোক্ত বক্তব্য দেন। এড. একেএম আবু ইউসুফের সভাপতিত্বে ও মইনউদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সিআরবি রক্ষা মঞ্চের সমম্বয়ক ডা. মাহফুজুর রহমান, রাজা মিয়া, রিদওয়ান, সোলায়মান খান, মানস নন্দী, অধ্যাপক আমিন উদ্দিন, শুক্কুর চৌধুরী, হাসান মারুফ রুমি, বেলাল হোসেন প্রমুখ। সভা শেষে একটি মিছিল ঈদগাহ এলাকা প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি।












