চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মৃৃতিবিজড়িত সিআরবির প্রাণ-প্রকৃতি ধ্বংস করে বেসরকারি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়ার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে সিপিবি, চট্টগ্রাম জেলা কমিটি। সমাবেশ থেকে অবিলম্বে সিআরবিতে হাসপাতাল প্রকল্প বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। গতকাল শনিবার সিআরবির শিরিষতলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিপিবি, চট্টগ্রাম জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড আব্দুল নবী। সমাবেশে নেতারা বলেন, অবিলম্বে সিআরবিতে হাসপাতাল প্রকল্প বাতিল করে সিআরবির বাইরে একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের ঘোষণা দিন। না হলে সিপিবি চট্টগ্রামের জনগণকে নিয়ে ঘেরাও-অবরোধসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। সমাবেশে বক্তব্য দেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহা, সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, নূরুচ্ছাফা ভূঁইয়া, সাদেক চৌধুরী। শেষে একটি মশাল মিছিল সিআরবিসহ আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি।