পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পরবর্তী মানবিক কর্মসূচির অংশ হিসেবে নগরীর সিআরবি এলাকায় ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে দুঃস্থ, অসহায়, পথশিশুদের ‘ঈদ মেহমানদারি’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে মানবিক সংগঠন রাউজানের নোয়াপাড়ার রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন।
আয়োজনে শতাধিক লোকের মেহমানদারি করা হয়। এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক লায়ন জাহেদুল করিম বাপ্পী সিকদার, কাজী গোলাম মোস্তফা, সংগঠক কায়ছার উদ্দীন আল-মালেকী, রেজাউল হক গোফরান, মুকছুদুল আলম, কায়ছার হামিদ, জিয়াউল হক মালেকী, ফয়েজুল হক, শফিউল আজম, জুমাইদুল হাসান প্রমুখ। উপস্থিত বক্তারা মানবিক এ কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং বিভিন্ন সামাজিক সংগঠনকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।