সিআরবি রক্ষার আন্দোলন দেশ ছাপিয়ে বিদেশেও

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৫ জুলাই, ২০২১ at ১১:৩০ পূর্বাহ্ণ

সিআরবি রক্ষার আন্দোলন দেশ ছাপিয়ে ছড়িয়ে পড়ল বিদেশেও। যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসে সচেতন নাগরিক সমাজ এবং হেল্পিং হ্যান্ডস ফর চিটাগংয়ের ব্যানারে সিআরবি রক্ষায় মানববন্ধন ও সমাবেশ করেছে নিউ ইয়র্ক প্রবাসী চট্টগ্রামের মানুষ। এতে শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আয়োজক সাবেক ছাত্রনেতা কামাল হোসেন মিঠু সংবাদমাধ্যমকে বলেন, আমরা হাসপাতাল নির্মাণের বিপক্ষে নই। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট করে কোনো হাসপাতাল হোক তা আমরা চাই না। হাসপাতাল অন্যত্র হতে পারে। চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবিতেই কেন তা হতে হবে? তিনি বলেন, চট্টগ্রামে অনেক অপ্রয়োজনীয় জায়গা পড়ে আছে। আজ বৈশ্বিক পরিস্থিতিতে সবাই যখন পরিবেশকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে, তখন চট্টগ্রামে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সিআরবিকে কেন বিনষ্টের চেষ্টা চলছে তা আমাদের বোধগম্য নয়। আমরা নিউ ইয়র্ক থেকে দাবি জানাই, সিআরবিকে ইকোপার্ক বলে ঘোষণা দেওয়া হোক এবং হাসপাতাল নির্মাণের প্রকল্প অন্যত্র সরিয়ে নেওয়া হোক।
প্রতিবাদ সমাবেশ আয়োজনে সহযোগিতা করেছেন শিল্পী জাহেদ শরীফ, সাংবাদিক রওশন হক ও অ্যাক্টিভিস্ট মিনহাজ আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধকরোনা রোগীর সেবায় রাউজান পৌরসভাকে অ্যাম্বুলেন্স দিলেন ফজলে করিম এমপি
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু