সিআরবি রক্ষায় ক্লিন বাংলাদেশের পরিচ্ছন্নতা অভিযান

| রবিবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৪ at ১১:০৮ পূর্বাহ্ণ

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গত শুক্রবার “ক্লিন বাংলাদেশ” চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিআরবি এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও প্লাস্টিক মুক্ত অভিযান পরিচালনা করেছে। পরিচ্ছন্ন ও সবুজ চট্টগ্রাম গড়ার লক্ষ্যে ক্লিন বাংলাদেশের স্বেচ্ছাসেবকরা সকাল থেকে সিআরবি এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।

ক্লিন বাংলাদেশএর প্রতিষ্ঠাতা এবং ব্যাংক কর্মকর্তা শওকত হোসেন জনি বলেন, “আমরা চাই চট্টগ্রামবাসী একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করুক। সিআরবি চট্টগ্রামের একটি গর্বের স্থান। প্লাস্টিক দূষণের কারণে এর প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে যাচ্ছে, তাই আমরা এটিকে প্লাস্টিক মুক্ত রাখতে উদ্যোগ নিয়েছি।”

ক্লিন বাংলাদেশের টিম লিডার তানভীর রিসাত বলেন, “সিআরবি চট্টগ্রামের অন্যতম সবুজ স্থান। আমরা বিশ্বাস করি, এটি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। এভাবে সচেতনতা বাড়ানোর মাধ্যমে আমরা এই সবুজ এলাকাকে প্লাস্টিক মুক্ত রাখতে চাই, যাতে ভবিষ্যৎ প্রজন্মও এখানকার প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারে।”

পূর্ববর্তী নিবন্ধসবিতা চৌধুরী
পরবর্তী নিবন্ধসন্দ্বীপে অস্ত্র ও মাদকসহ তিন সন্ত্রাসী আটক