সিআরবি রক্ষা করতে হবে

নাগরিক সমাজের সমাবেশে বক্তারা

| বুধবার , ১৩ অক্টোবর, ২০২১ at ১১:০৮ পূর্বাহ্ণ

সিআরবিতে হাসপাতাল প্রকল্প বাতিল করার দাবিতে নাগরিক সমাজ চট্টগ্রামের ধারাবাহিক আন্দোলন চলছে গত তিন মাস ধরে। গতকাল মঙ্গলবার আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, সিআরবি চট্টগ্রামের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত একটা স্থান, এখানে পুরাতন ইউরোপীয়ান ক্লাব রয়েছে, কোন শুভ বোধগম্য মানুষ সিআরবির মত নৈসর্গিক সৌন্দর্য এলাকাকে ধ্বংস হতে দিতে পারে না। আমরা আশা করবো বেনিয়া গোষ্ঠীর অশুভ হাত থেকে এই এলাকা রক্ষা পাবে। রেলওয়ে সাবেক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ, বীর মুক্তিযোদ্ধা ড. ইদ্রিস আলী, কবি হোসেইন কবির, জাসদ নেতা জসিমউদদীন চৌধুরী বাবুল, বেলায়ত হোসেন, মোরশেদ আলম চৌধুরী, মাঈন উদ্দিন কোহেল, ঋত্বিক নয়ন, দিলরুবা খানম, গোলাম মোস্তফা মুশতাক, সাবের আহমেদ, বিপ্লব কুমার সেন, নুরুল আজিম রনি, মোহাম্মদ রুবেল শিকদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনবীন মেলার ৫৫তম বর্ষপূর্তি অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধহযরত গরীব উল্লাহ শাহ (রহ.)এর ওরশ কাল