সিআরবি থেকে হিরোইন উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৫ মার্চ, ২০২৪ at ৮:১২ পূর্বাহ্ণ

নগরীর সিআরবি রেলওয়ে হাসপাতালের উত্তর পাশের একটি বাংলোর নিচ থেকে ১১ বছর আগে ২১০ গ্রাম হেরোইন উদ্ধারের একটি মামলায় মনির হোসেন নামের একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মনির হোসেন পটিয়া উপজেলার বড় উঠান এলাকার আব্দুল হামিদের ছেলে। গতকাল চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পাঁচজন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন। আদালতসূত্র জানায়, ২০১৩ সালের ২৩ এপ্রিল প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিআরবি রেলওয়ে বক্ষব্যাধি হাসপাতালের উত্তর পাশে একটি বাংলোর নিচে অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে ২১০ গ্রাম হেরোইনসহ মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি তার কাছ থেকে একটি নাইন এম এম পিস্তল ও দুই রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন জব্দ করা হয়। এ ঘটনায় র‌্যাব৭ এর ডিএডি মো. মোতালেব মিয়া বাদী হয়ে মনির হোসেনের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ৪ জুলাই মনির হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। এরই ধারাবাহিকতায় একই বছরের ২২ অক্টোবর তার বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধপ্রিয় নবীজির (সা.) ভালোবাসা মুমিনের জীবনের অমূল্য সম্পদ
পরবর্তী নিবন্ধমহাসড়কে তিন চাকার যান,চকরিয়ায় ৪৪ গাড়ি জব্দ