পেশা হিসেবে ‘ওকালতি’ কেমন? কেউ কেউ বলতেন খুব চ্যালেঞ্জের, কেউবা বলতেন দুর্গম। এই সময়ের লোকজন বলেন, পৃথিবীতে নিজের অধিকার নিয়ে স্বাধীনভাবে বেঁচে থাকতে হলে আইনের আদ্যোপান্ত জানার বিকল্প নেই।
সত্যি তাই। ক্যারিয়ারমুখী শিক্ষার্থীদের কাছে আইন পেশার জনপ্রিয়তা বাড়ছে। বাড়ছে সমাজ সচেতন অভিভাবকদের নিজের সন্তানকে এ পেশায় গড়ে তোলার পারিবারিক আগ্রহ।
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) স্কুল অব ল’র আয়োজনে অনুষ্ঠিত হলো ‘নবীন বরণ ও বিদায় সংবর্ধনা’। গত ৯ জানুয়ারি বিকেলে নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে আইন পেশার নানান দিক তুলে ধরে বক্তব্য দেন অনুষদের শিক্ষকরা। তারা আগামী দিনে যারা এ পেশায় ক্যারিয়ার গড়ে নিজেকে মেলে ধরতে চান, তাদের মানসিক প্রস্তুতি নেওয়ার এখনই সময় বলে উল্লেখ করেন।
সামাজিক মর্যাদার পাশাপাশি এই পেশায় মানুষের অগাধ ভালোবাসা অর্জনেরও সুযোগ রয়েছে বলে কেউ কেউ মন্তব্য করেন।
স্কুল অব ল’র সহকারি ডিন মোহাম্মদ বেলায়েত হোসেন নতুন-পুরাতন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানে সরকারি-বেসরকারি-এনজিও সেক্টরে আইন পেশার চাহিদার কথা তুলে ধরেন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুল অব ল’র প্রভাষক সানজানা হক। আহ্বায়ক ছিলেন প্রভাষক মো. আদনান কবির।
আইন পেশা নিয়ে আড্ডা, সিআইইউ’র ক্যাম্পাস লাইফের গল্প আর নবীন-প্রবীণের প্রাণবন্ত উচ্ছ্বাসে পুরো অনুষ্ঠানটি যেন রূপ নেয় ভিন্ন মাত্রায়।