‘যার নাই কোনো গতি, সে পড়ে ওকালতি’-হলরুমে ঢুকেই দেখা গেল নিন্দুকের মুখে রটানো এই কথার উল্টো চিত্র। একটু পরপরই দলবেঁধে সেখানে আসছেন শিক্ষার্থীরা। যাদের স্বপ্ন একটাই-একজন ভালো আইনজীবী হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা।
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত ‘গ্র্যাজুয়েশন সেরেমনি অ্যান্ড ল ফেস্ট’ উৎসবে আগামি দিনের আইনজীবীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
গতকাল বৃহস্পতিবার আগ্রাবাদের একটি হোটেলের হলরুমে সিআইইউর স্কুল অব ল নতুন-পুরোনো সব শিক্ষার্থীর জন্য এই উৎসবের আয়োজন করে। দু’পর্বে বিভক্ত অনুষ্ঠানের শুরুতেই ছিল আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, পৃথিবী এগিয়ে যাচ্ছে। তার সঙ্গে দিন দিন বিস্তৃত হচ্ছে আইন বিষয়ের পরিধি। জীবনের প্রতিটি ধাপেই রয়েছে এই বিষয়ের ভূমিকা। বিশেষ অতিথির বক্তব্যে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন বলেন, একজন আইনজীবীকে মানুষের জন্য কাজ করার পাশাপাশি একজন গবেষক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়।
সভাপতির বক্তব্যে সিআইইউর স্কুল অব ল’র উপদেষ্টা অধ্যাপক জাকির হোসাইন আইনের শিক্ষার্থীরা ভবিষ্যতে একজন সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবেন এমন আশাবাদ ব্যক্ত করেন। বক্তব্য রাখেন ল ফেস্ট উৎসবের আহ্বায়ক সাবেক ডিন মোহাম্মদ আকতারুল আলম চৌধুরী, বর্তমান ডিন মোহাম্মদ বেলায়েত হোসেন, সাবেক শিক্ষার্থী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ ছালামত উল্লাহ, আইনজীবী মাহফুজা আজীজ, আবু দাউদ, জারীন তাসনিম প্রমুখ। পুরো অনুষ্ঠানে পৃষ্টপোষকতায় ছিল লংকাবাংলা ফাইন্যান্স, ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড, মেরসিসাইড কনসালটেন্সি, সুপার পেট্রাকেমিক্যাল লিমিটেড এবং রিলায়েন্স সিকিউরিটিজ। উপস্থাপনা করেন শিক্ষার্থী আতিয়া এবং মাসমিন। দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রেস বিজ্ঞপ্তি।