চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) দ্বিতীয় অ্যাডমিশন টেস্ট আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
সকাল সাড়ে ১০টায় জামাল খানের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে অটাম ২০২২ সেমিস্টারের এই অ্যাডমিশন টেস্ট। এর আগে গত ৪ সেপ্টেম্বর প্রথম টেস্ট অনুষ্ঠিত হয়। কর্তৃপক্ষ জানান, বর্তমানে সিআইইউ ক্যাম্পাসে চলছে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শেষ মুহুর্তের ফরম সংগ্রহ। গতকাল রোববার অ্যাডমিশন অফিসে গিয়ে দেখা যায়, চট্টগ্রামের বিভিন্ন কলেজ এবং উচ্চশিক্ষায় স্বপ্ন পূরণে আগ্রহী এমন শিক্ষার্থীরা সদলবলে ভিড় করছেন সিআইইউ ক্যাম্পাসে। অনেকে আসছেন অভিভাবক নিয়ে।
নগরের বাকলিয়া থেকে আসা শফিকুল ইসলাম নামের একজন অভিভাবক বলেন, আমার বড় সন্তান ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে পড়ালেখা শেষ করেছে। ছোট মেয়েকে নিয়ে এসেছি সিআইইউতে। তার পরামর্শে এখানে ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছি। পরিবেশটা ভালো লাগলো। এদিকে শিক্ষার্থীদের জন্য সব ধরণের সুযোগ সুবিধা নিশ্চিত করেই সিআইইউ উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।
বর্তমানে সিআইইউতে বিজনেস স্কুল, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস ও স্কুল অব ল’ প্রোগ্রামের অধীনে রয়েছে একাধিক সাবজেক্ট।
বিস্তারিত তথ্যের জন্য শিক্ষার্থীদের ০১৯৪৬-৯৭৩৭৭৮ ও ০১৮৪৪-২১৬৬৬০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি