নতুন জ্ঞান সৃজন ও কোর্স-কারিকুলামের মাধ্যমে উচ্চশিক্ষায় বৈচিত্র্য আনতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) অহর্নিশ কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।
তিনি বলেছেন, “বিশ্বব্যাপী চলছে করোনা সংকট। এই সংকটের ভেতর অনলাইন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে পড়ালেখার ছককে আরও টেকসই ও গুণগত মানে সমৃদ্ধ করতে আন্তরিকার কমতি নেই কর্তৃপক্ষের।”
উপাচার্য আজ রবিবার(৬ ফেব্রুয়ারি) সকালে সিআইইউ’র ২৮তম অনলাইন সিন্ডিকেট সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
এই সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে নানান বিষয় নিয়ে মতামত তুলে ধরেন উপস্থিত সিন্ডিকেট সদস্যরা। উপাচার্য তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং পরে সমন্বিতভাবে এসব বিষয় নিয়ে আলোচনা করেন।
সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ট্রাস্টি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, ট্রাস্টি প্রকৌশলী আলী আহমেদ, ট্রাস্টি দিলরুবা আহমেদ, যুগ্ম-সচিব মুকেশ চন্দ্র বিশ্বাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মো. কামরুল হোসাইন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. এম আইয়ুব ইসলাম, অধ্যাপক ড. মো. নাঈম আবদুল্লাহ, অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, রেজিস্ট্রার ও বৈঠকের সদস্য সচিব আনজুমান বানু লিমা প্রমুখ।