চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) ‘সেন্টার ফর বিজনেস ডায়ালগ ’ (সিবিডি) এবং সিআইইউ বিজনেস স্টুডেন্ট সোসাইটির (সিআইইউ বিএসএস) যৌথ উদ্যোগে এক সেমিনার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে গত সোমবার অনুষ্ঠিত হয়।
‘ব্রিজ টু দি ফিউচার: লেটস বিল্ড ইট টুগেদার’ শিরোনামে সেমিনারটিতে মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিবিডির নির্বাহী পরিচালক ইনতেজার মেহবুব। স্বাগত বক্তব্য রাখেন ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের। বক্তব্য রাখেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদের শিক্ষক ড. মাহমুদ হাসান। প্যানেল আলোচক হিসেবে অংশগ্রহণ করেন জিএসটিই ডিজাইনস‘র সোর্সিং পরিচালক হাদ্দিদ আহমেদ,উলমার্কের কান্ট্রি ডেভেলপমেন্ট রিপ্রেজেন্টেটিভ আজিজুর রহমান খান, বিএসআরএমের সেলস এন্ড মার্কেটিং হেড মো. ইমতিয়াস উদ্দিন চৌধুরী, এবং সিআইইউর ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের। সংলাপে বক্তাগণ ব্যবসা পরিচালনা, বিক্রয়, বিপণন এবং ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন খুটিনাটি বিষয়া শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন এবং কর্পোরেট প্রতিষ্ঠানের বিভিন্ন সেক্টরে মেধাবীদের যথাযথ মূল্যায়নের উপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের অংশগ্রহণে পরবর্তীতে প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে বক্তাগণ শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। সেমিনারে সিআইইউর ব্যবসা অনুষদের শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।