সিআইইউতে বিপণন বিষয়ক সেমিনার

| বুধবার , ১ নভেম্বর, ২০২৩ at ১০:১৪ পূর্বাহ্ণ

জব মার্কেট কিংবা প্রতিযোগিতামূলক ব্যবসাবাণিজ্যের বাজারে নিজেকে এগিয়ে নিতে চাই মাঠ পর্যায়ের অভিজ্ঞতা। চাই বাস্তবমুখী কাজের ধারণা। ‘সেলস অ্যান্ড মার্কেটিং’এমনই একটি কাজের ক্ষেত্র, যেখানে রয়েছে খুব কাছ থেকে ব্যবসার কৌশল তথা নীতিনির্ধারণী শেখার বড় সুযোগ। চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত ক্যারিয়ার বিষয়ক সেমিনারে এমনই কথা বলেছেন অংশ নেওয়া শিক্ষার্থীরা।

সম্প্রতি নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের অডিটোরিয়ামে ‘বিটুবি চিটাগং: অ্যা সিম্পল হ্যান্ডবুক’ শিরোনামে মার্কেটিং বিভাগ এই সেমিনারের আয়োজন করে। এতে প্রধান বক্তা ছিলেন বাংলা লিংকের কর্পোরেট অ্যাকাউন্ট ম্যানেজার মোহাম্মদ আবদুল মোহাইমেন। তিনি তার বক্তব্যে ‘সেলস অ্যান্ড মার্কেটিং’এর নানা আদ্যোপান্ত শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন। এ সময় তিনি উদ্ভাবন, ফোন অপারেটরদের বিপণন, বিক্রয়ের ধরণ, উদ্যোক্তা হওয়ার কৌশলসহ একাধিক বিষয় সুন্দরভাবে উপস্থাপন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিআইইউ বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক এবং মার্কেটিং বিভাগের প্রধান ড. রোবাকা শামসের, সহকারি অধ্যাপক আবু সোহেল মাহমুদ, সায়ীদ হাসান প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষার্থী জামিলা আক্তার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপিকে মুসলিম লীগের পরিণতি ভোগ করতে হবে : মেয়র
পরবর্তী নিবন্ধবিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসীদের প্রতিরোধ রাজপথে