চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হলো পাবলিক স্পিকিং বিষয়ক দিনব্যাপি কর্মশালা। সম্প্রতি নগরের জামাল খান ক্যাম্পাসের অডিটোরিয়ামে সিআইইউ অ্যাকাউন্টিং ক্লাব ‘স্পিক টু লিড’ শিরোনামে এই কর্মশালার আয়োজন করে।
এতে স্পিকার হিসেবে বক্তব্য দেন ব্রেইনইয়ার্ড অ্যাকাডেমি অব স্মার্ট স্কিলস এর সিইও মো. গোলাম দস্তগীর জনি, সহ-প্রতিষ্ঠাতা নুসরাত হুদা এবং তরুণ উদ্যোক্তা রাশিদা করিমি। কর্মশালায় বক্তারা পাবলিক স্পিকিংয়ের নানান দিকগুলো চমৎকারভাবে উপস্থাপন করেন।
কথা বলার ধরণ, অনুশীলন, ভঙ্গিসহ প্রতিটি ধাপের কৌশলগুলো কেমন হতে পারে তা উপস্থাপন করেন অনুষ্ঠানে। শিক্ষার্থীরা তাদের পয়েন্টগুলো মনোযোগ দিয়ে শুনেন এবং পরে বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে নেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিআইইউ বিজনেস স্কুলের উপদেষ্টা প্রভাষক উম্মে হুমায়রা, ক্লাবের সভাপতি শিক্ষার্থী মোফাদ্দল আব্বাসী, সহ-সভাপতি আমিনা হাসান, সম্পাদক ফজল উদ্দিন প্রমুখ।