সিআইইউতে গণযোগাযোগ বিষয়ক কর্মশালা

| সোমবার , ১৪ এপ্রিল, ২০২৫ at ৬:৫০ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের গণযোগাযোগ বিষয়ক কর্মকান্ডে সুদক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে আয়োজন করা হয় ‘প্রেস রিলিজ রাইটিং এন্ড বেসিকস অব পাবলিক রিলেশন্স’ শীর্ষক কর্মশালার। গতকাল রোববার নগরীর জামালখানস্থ ক্যাম্পাসের ব্যবসায় অনুষদের শ্রেণিকক্ষে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। সিআইইউ’র ব্যবসায় অনুষদের শিক্ষক মোহাম্মদ সাঈদ হাসানের তত্ত্বাবধানে বিজনেস কমিউনিকেশন্স কোর্সের অংশ হিসেবে আয়োজিত এই কর্মশালায় গেস্ট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এমদাদুল হক। তিনি প্রেস রিলিজ লেখার নিয়ম কানুন ও পাবলিক রিলেশন্সের বিভিন্ন কলাকৌশল শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন। ব্যাপক শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এই কর্মশালাটি প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শেষ হয়।

পূর্ববর্তী নিবন্ধমডেল মেঘনার গ্রেপ্তার প্রক্রিয়া ঠিক ছিল না : আইন উপদেষ্টা
পরবর্তী নিবন্ধনেপালের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল করা হবে