বৈশ্বিক করোনার প্রভাবে ওলট-পালট হয়ে গেছে উন্নয়নের গতি রেখা। স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। তাই বলে তো আর হাত-পা গুটিয়ে ঘরবন্দি থাকা যায় না। মানুষকে ঝুঁকির মুখে ফেলা এই বড় দুর্যোগ থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করার তাই এখনই সময়।
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত ‘বিশ্বজুড়ে কোভিড : ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের করণীয়’ শীর্ষক ওয়েবিনারে এ অভিমত ব্যক্ত করেন বক্তারা। সিআইইউর ইন্সটিটিউট অব গভর্নেন্স, ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (আইজিডিআইএস) সম্প্রতি অনলাইনে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তারা জানান, করোনার মতো বড় ধরণের মহামারিতে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। অর্থনীতির চাকা সচল রাখতে চাই আগাম পরিকল্পনা। ভ্যাকসিন গ্রহণ, নিয়মিতভাবে মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা জরুরি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। সঞ্চালনা করেন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের। আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞানী ড. মিজানুর রহমান ও ইংল্যান্ডের প্রিন্সেস রয়েল হাসপাতালের অণুজীব বিজ্ঞানী ড. হাসিন চেরী। বাংলাদেশের কোভিড পরিস্থিতি নিয়ে অনুষ্ঠানে কথা বলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডা. মেহেরুন্নিসা খানম। বক্তব্য দেন বুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌফিক হাসান।
অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের বলেন, খালি চোখে দৃশ্যমান নয় এমন একটি ভাইরাস দুর্যোগ হয়ে আমাদের পথচলায় নানান প্রতিবন্ধকতা তৈরি করেছে।
ভবিষ্যতের কথা বিবেচনা করেই চ্যালেঞ্জ মোকাবিলার কিছু সুপারিশ তৈরির লক্ষ্য নিয়ে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি।