সিআইইউতে অ্যাডমিশন উইক উদ্বোধন

| সোমবার , ১১ অক্টোবর, ২০২১ at ১১:৩৫ পূর্বাহ্ণ

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) গতকাল রোববার থেকে শুরু হয়েছে সিআইইউ অ্যাডমিশন উইক। অনুষ্ঠান উদ্বোধন করেন উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। তিনি বলেন, করোনার এই দুঃসময়ে শিক্ষার্থীদের পড়ালেখার পাঠ পিছিয়ে যাবে তা কখনই কাম্য নয়। সিআইইউর অ্যাডমিশন উইক নিছক কোনো ভর্তি কার্যক্রম নয়, এই ধরনের আয়োজন মেধা বিকাশে জ্ঞানের নতুন দিগন্ত বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে সিআইইউর বিভিন্ন স্কুলের ডিন, বিভাগীয় প্রধান, ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশ নেন। কর্তৃপক্ষ জানান, নগরীর জামালখান ক্যাম্পাসে আগামি ১৪ অক্টোবর পর্যন্ত চলবে এই ভর্তি কার্যক্রম। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষার্থীরা এখানে পাবেন অটাম সেমিস্টারের স্পট অ্যাডমিশন, সেমিস্টার ফি ওয়েভার, ফ্যাকাল্টি মিট, ক্যাম্পাস ভিজিট, ক্যারিয়ার আড্ডা, ক্যাম্পাস জব, স্কলারশিপ ও বিদেশের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা কার্যক্রমের নানান তথ্য। কঠোর সচেতনতা ও সামাজিক দূরত্ব মেনেই সিআইইউর অ্যাডমিশন উইকের আয়োজন করা হয়েছে বলে জানান অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার। বর্তমানে সিআইইউতে বিজনেস স্কুল, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস ও স্কুল অব ল’ প্রোগ্রামের অধীনে রয়েছে একাধিক সাবজেক্ট। বিস্তারিত তথ্যের জন্য শিক্ষার্থীদের ০১৯৪৬-৯৭৩৭৭৮ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিশু হৃদরোগের বিশেষায়িত চিকিৎসা এখন এভারকেয়ারে
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ