ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারী বলেছেন– ইসলামী ব্যাংক পিএলসি থেকে দক্ষতা মূল্যায়ন পরীক্ষার নামে প্রায় ৫ হাজার কর্মকর্তা–কর্মচারীকে চাকুরীচ্যুত করার সিদ্ধান্ত নিন্দনীয়। এহেন অমানবিক সিদ্ধান্ত অসংখ্য পরিবারের রুটি–রুজির উপর হস্তক্ষেপ। এ অমানবিক সিদ্ধান্ত অনেকের স্বপ্ন ও ভবিষ্যত তাসের ঘরের ন্যায় ভেঙ্গে পড়েছে বলে মন্তব্য করে তিনি আরও বলেন, কারও অন্যায়–অনিয়মের দায় নিরীহ চাকুরিজীবীদের নয়। এমনিতেই দেশে অভিশপ্ত বেকারত্ব বর্ধিষ্ণু, তথাপি এতগুলো শিক্ষিত বেকার গোদের উপর বিষফোড়ায় পরিণত হবে। যা মোটেও দেশের সুস্থতা ও স্থিতিশীলতা সুরক্ষায় সহায়ক নয়। তাই ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকে অবিলম্বে এহেন অমানবিক সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান জানান।
এইচ এম মুজিবুল হক শাকুর বলেছেন– ইসলামী ব্যাংক পিএলসির এ অমানবিক সিদ্ধান্ত সম্পূর্ণ অন্যায় ও অবিবেচনাপ্রসূত। যা ব্যাংক কর্তৃপক্ষের চট্টগ্রাম বিদ্বেষী মনোবৃত্তির বহিঃপ্রকাশ বলে তিনি মন্তব্য করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গত সোমবার বিকেল ৫টায় নগরীর মোমিন রোডস্থ সালমা ভবন ২য় তলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ (পিএলসি) কর্তৃক দক্ষতা মূল্যায়ন পরিক্ষার নামে সাড়ে ৫ হাজার কর্মকর্তা–কর্মচারীর চাকুরীচ্যুতির মত সিদ্ধান্ত থেকে সরে আসার দাবিতে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন–ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারী। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন– স ম শহিদুল হক ফারুকী, মুহাম্মদ আলম রাজু, মাস্টার আনোয়ারুল আজিম, মোহাম্মদ এমরান, ইলিয়াছ খান ইমু, শাহজাদা মুহাম্মদ মঈনউদ্দীন সঞ্জরী, ডা. হাসমত আলী তাহেরী, মাওলানা মহিউদ্দীন তাহেরী নক্সবন্দী, আলী আজগর খান, এস এম আবু ছাদেক ছিটু, মুহাম্মদ আবদুল্লাহ, মুহাম্মদ শহিদুল ইসলাম, এস এম ওমর আল ফারুক সরকার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।