নগরীর স্টেশন রোড ও সিনেমা প্যালেস এলাকা থেকে সাড়ে ৫ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল রোববার সকাল ৭টায় ও ৯টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কোতোয়ালী সার্কেলের পরিদর্শক মোজাম্মেল হক পৃথক অভিযান দুটি পরিচালনা করেন। গ্রেপ্তারকৃতরা হলো কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মৃত রশিদ আহমেদের ছেলে রহিম উল্লাহ (২১) ও কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের আবদুল গফুরের ছেলে লিয়াকত আলী (১৮)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান দৈনিক আজাদীকে ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।