সাড়ে ৩ হাজার মিটার ভাসা জাল জব্দ

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩১ মার্চ, ২০২২ at ১০:৫৫ পূর্বাহ্ণ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে গত মঙ্গলবার অভিযান পরিচালনা করে সাড়ে ৩ হাজার মিটার লাইলন সুতার তৈরি অবৈধ ভাসা জাল ও ২৫-৩০টি বাঁশের খুঁটি জব্দ করেছে নৌ পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন নৌ পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া। সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ এবিএম মিজানুর রহমান জানান, নৌ পুলিশের পুলিশ সুপারের নেতৃত্বে হালদা নদীর মোহনা ও আশপাশ থেকে অবৈধভাবে পাতানো আনুমানিক সাড়ে ৩ হাজার মিটার লাইলনের তৈরি ভাসা ও ২৫-৩০টি বাঁশের খুঁটি উদ্ধার করা হয়েছে। এছাড়া কিছু বড়শি দ্বারা চোরা মৎস্য শিকারি আমাদের উপস্থিতি টের পেয়ে সরু খালের মধ্য দিয়ে পালিয়ে যায়। তিনি আরো জানান, হালদা নদীর মা মাছ রক্ষা, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
হালদার মাছ ও জীববৈচিত্র্য রক্ষার্থে হাটহাজারী উপজেলা প্রশাসন ও নৌ পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধমউদুদুল আলমের শিল্পকর্মে প্রকৃতি ও ঐতিহ্য প্রতিফলিত
পরবর্তী নিবন্ধদেশের গান জাগরণের গানের প্রকাশনা অনুষ্ঠান