কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদার ছ্যুড়িখাল সংলগ্ন নাফ নদীর তীর এলাকা থেকে ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোরে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে বিজিবি।
তবে এসময় কাউকে আটক করা যায়নি।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, হ্নীলা ইউনিয়নের লেদার ছ্যুড়িখাল সংলগ্ন নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করছে, এমন গোপন খবরে সেখানে অভিযান চালায় বিজিবির লেদা বিওপির বিশেষ টহলদল।-বাংলানিউজ
এ সময় মিয়ানমার থেকে নৌকাযোগে কয়েকজন ব্যক্তিকে ছ্যুড়িখাল সংলগ্ন কেওড়া বাগানের দিকে এলে বিজিবি সদস্যরা এগিয়ে যায়। এসময় মাদক পাচারকারীরা টহলদলের উপস্থিতি টের পেয়ে কয়েকটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।