সাড়ে ১৪ লাখ টাকা বকেয়া পৌরকর ও ট্রেড লাইসেন্স ফি আদায়

চসিকের ভ্রাম্যমাণ আদালত

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৪ মে, ২০২১ at ৬:৩৪ পূর্বাহ্ণ

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ লাখ ৫৩ হাজার ৭৩৬ টাকা বকেয়া পৌরকর ও ট্রেড লাইসেন্স ফি আদায় করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল রোববার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস। একই অভিযানে ট্রেড লাইসেন্স না থাকায় একটি প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানাও করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে রাজস্ব সার্কেল-১ এর আওতাভুক্ত নাসিরাবাদ হোটেল লর্ডস ইন ভবনের দীর্ঘদিনের বকেয়া ১৪ লাখ ৩৪ হাজার ৬৫৬ টাকা পৌরকর আদায় করা হয়। ভবনটির মালিক এইচএসবিসি ব্যাংক কর্তৃপক্ষ। তারাই পৌরকর পরিশোধ করে। এছাড়া চিটাগং শপিং কমপ্লেক্সের সাত ব্যবসা প্রতিষ্ঠান থেকে বকেয়া লাইসেন্স ফি বাবদ ১৯ হাজার ৮০ টাকা আদায় করা হয়।
বকেয়া পৌরকর ও ট্রেড লাইসেন্স ফি আদায়ে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্পেশাল ম্যজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে মাঝিকে অপহরণ পরে জখম
পরবর্তী নিবন্ধহজ ব্যবস্থাপনার নতুন আইন পাসের সুপারিশ সংসদীয় কমিটির