সাড়ে পাঁচ কোটির বেশি ভিসাধারীর রেকর্ড খতিয়ে দেখছে ট্রাম্প প্রশাসন

| শনিবার , ২৩ আগস্ট, ২০২৫ at ১২:৩৪ অপরাহ্ণ

বৈধ ভিসাধারী ৫ কোটি ৫০ লাখের বেশি বিদেশির রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে যে, তারা অভিবাসন আইন ভঙ্গ করেছেন কিনা, ভিসার শর্ত লঙ্ঘন করেছেন কিনা, অপরাধে জড়িত কিনা বা জননিরাপত্তায় হুমকি কিনা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তর জানিয়েছে, বর্তমানে বৈধ ভিসাধারী ৫ কোটি ৫০ লাখের বেশি বিদেশির রেকর্ড খতিয়ে দেখছে তারা। এ প্রক্রিয়ায় বৈধ ভিসা থাকার পরও অনেক বিদেশি যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের মুখে পড়তে পারেন। ভিসাধারীরা অভিবাসন আইন ভঙ্গ করেছেন কিনা, ভিসার শর্ত লঙ্ঘন করেছেন কিনা, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কিনা, জননিরাপত্তায় হুমকি কিনা কিংবা সন্ত্রাসবাদে জড়িত কিনা এসব বিষয়ই যাচাই করা দেখা হচ্ছে। এর ভিত্তিতেই ভিসাধারীদের ভিসা বাতিল এবং তাদেরকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের সিদ্ধান্ত নেওয়া হবে। এনডিটিভি জানায়, বার্তা সংস্থা এপির এক প্রশ্নের লিখিত জবাবে মার্কিন পররাষ্ট্রদপ্তর জানিয়েছে, সব ভিসাধারীকে নিয়মিত নজরদারির আওতায় রাখা হয়। কেউ ভিসার নিয়ম ভেঙেছে এমন লক্ষণ দেখা গেলে বা ভিসার যোগ্য নন এমনটি খুঁজে পাওয়া গেলে, তার ভিসা বাতিল করা হবে। আর সেই ব্যক্তি যদি যুক্তরাষ্ট্রে থাকেন, তবে তাকে বিতাড়ন করা হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, যেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে তার মধ্যে আছে: ভিসার মেয়াদ পেরোনোর পরও যুক্তরাষ্ট্রে অবস্থান, অপরাধমূলক কার্যকলাপ, জননিরাপত্তায় হুমকি, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা কিংবা কোনও সন্ত্রাসী সংগঠনকে সহযোগিতা করা। পররাষ্ট্রদপ্তর বলেছে, “আমরা আইন প্রয়োগকারী সংস্থার তথ্য, অভিবাসন রেকর্ডসহ অন্য যে কোনও তথ্য যাচাই করে দেখি। এমনকি ভিসা দেওয়ার পর সামনে আসা এমন কোনও তথ্যও আমরা খতিয়ে দেখি, যা ভিসা বাতিলের কারণ হতে পারে।” চলতি বছর জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাপকভাবে অভিবাসনবিরোধী অভিযান শুরু করেছেন। এতে বৈধ ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকারীদের পাশাপাশি অবৈধ অভিবাসীদেরকেও নজরদারিতে রাখা হয়েছে।

ট্রাম্প প্রশাসন এর আগে অবৈধ অভিবাসী এবং শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিজিটর ভিসাধারীদের বহিষ্কারে নজর দিয়েছিল। তবে এবার পুরো ভিসাধারী জনগোষ্ঠীকে ঘিরে এ ধরনের যাচাইবাছাই শুরু হওয়ায় বিষয়টি অনেক বিস্তৃত আকার নিয়েছে এবং এই প্রক্রিয়া অনেক সময়সাপেক্ষ বলেও কর্মকর্তারা স্বীকার করেছেন।

পররাষ্ট্রদপ্তর জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে ইতোমধ্যে গত বছরের তুলনায় দ্বিগুণের বেশি ভিসা বাতিল হয়েছে। যার মধ্যে শিক্ষার্থী ভিসা চার গুণ বেশি। শুধু চলতি সপ্তাহেই বিভাগটি জানিয়েছে, ৬ হাজারের বেশি শিক্ষার্থী ভিসা বাতিল হয়েছে। এর মধ্যে ৪ হাজার ভিসা আইন ভঙ্গের কারণে এবং প্রায় ২০০ থেকে ৩০০ ভিসা সন্ত্রাসবাদসম্পর্কিত কারণে বাতিল হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বের প্রথম নারী পারমাণবিক আইসব্রেকার ক্যাপ্টেন নিয়োগ দিল রাশিয়া
পরবর্তী নিবন্ধশ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে গ্রেফতার