সাড়ে চার মাসে ২২ বার করোনা টেস্ট করালেন সৌরভ

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২০ at ১০:৪৮ পূর্বাহ্ণ

ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক ও বিসিসিআই (ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড) এর বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলী গত সাড়ে চার মাসে ২২ বার করোনা পরীক্ষা করিয়েছেন। তবে এতবার পরীক্ষা করালেও ফল একবারও পজিটিভ আসেনি। সমপ্রতি আইপিএলের জন্য সংযুক্ত আরব আমিরাতে যাতায়াত করেছেন সৌরভ গাঙ্গুলী। এছাড়া করোনা মহামারীর মধ্যেও অন্যান্য পেশাগত দায়িত্ব পালনের স্বার্থে তাকে এতবার করোনা পরীক্ষা করাতে হয়েছে। এক সংবাদ সম্মেলনে গাঙ্গুলী বলেন, গত সাড়ে চার মাসে আমি ২২ বার করোনা পরীক্ষা করিয়েছি। তবে একবারও পজিটিভ আসেনি। আমার চারপাশে অনেকে করোনায় আক্রান্ত হওয়ায় আমাকেও করোনা পরীক্ষা করাতে হয়েছে। সাবেক ভারতীয় অধিনায়ক আরো বলেন, বাড়িতে বয়স্ক মানুষজন আছেন। আইপিএলের জন্য যখন দুবাই গেলাম তখঝন শুরুর দিকে অনেক দুশ্চিন্তায় ছিলাম। শুধু আমার জন্য নয়, আমার আশপাশের মানুষের জন্যও। একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আমার কারণে অন্য কারও শরীরে ভাইরাসটা ছড়াক তা নিশ্চয়ই চাইব না।

পূর্ববর্তী নিবন্ধফিফা বর্ষসেরার লড়াইয়ে ১১ জন
পরবর্তী নিবন্ধআইসিসির চেয়ারম্যান হলেন নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে