সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য ঢাকা-১৮ আসনে এবং মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শূন্য সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরাই জয়ী হয়েছে।
ঢাকা-১৮ আসনে জয়ী হয়েছেন মোহাম্মদ হাবিব হাসান, সিরাজগঞ্জ-১ আসনে জয়ী হয়েছেন নাসিমের ছেলে তানভীর শাকিল জয়। গতকাল বৃহস্পতিবার দিনভর ভোটগ্রহণ শেষে রাতে রিটার্নিং কর্মকর্তারা বেসরকারি ফল ঘোষণা করেন।
রাত সাড়ে ৮টায় ঢাকা-১৮ আসনের বেসরকারি ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা জি এম সাহতাব উদ্দিন। খবর বিডিনিউজের।
৫ লাখ ৭৭ হাজার ১৮৮ ভোটারের এই আসনে করোনাভাইরাস মহামারীকালে ভোট দিয়েছেন মাত্র ১৪ শতাংশ ভোটার। ইভিএমে ভোটগ্রহণের সাড়ে চার ঘণ্টার মধ্যে ফলাফল দেওয়া হয়। ২১৭টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান নৌকা প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৮২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৫ হাজার ৩৬৯ ভোট। বিএনপি ভোটে নানা অনিয়মের অভিযোগ করলেও নির্বাচন কমিশন তা প্রত্যাখ্যান করেছে।