সাহারবিল ইউপি চেয়ারম্যান কারাগারে

মহিষ চুরির মামলায়

চকরিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৬ ডিসেম্বর, ২০২২ at ৫:৩২ পূর্বাহ্ণ

চকরিয়ার সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরীকে মহিষ চুরির মামলায় কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (নং-১) আত্মসমর্পণ করেন তিনি। এসময় আদালতের বিচারক মো. আবুল মনসুর সিদ্দিকী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, বছর দুয়েক আগে মহেশখালীর এক ব্যক্তি তার মহিষ চুরির অভিযোগে থানায় মামলা করেন। সেই মামলায় আসামি করা হয় নবী হোছাইন চৌধুরীকে। ওই মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন নেন। মেয়াদ শেষে গতকাল নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

আবেদন নামঞ্জুর করে বিচারক তাকে কারাগারে পাঠান। এ বিষয়ে চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরীর আইনজীবী দাবি করেন, আমার মক্কেলের বিরুদ্ধে যে অভিযোগ এনে মামলা করা হয়েছিল তা সম্পূর্ণ মিথ্যা। রাজনৈতিকভাবে প্রতিপক্ষ তার বিরুদ্ধে মহেশখালী থানায় এ মামলা রুজু করেন।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় মেট্রোরেল উদ্বোধন ২৮ ডিসেম্বর
পরবর্তী নিবন্ধকাজ শেষের আগেই হেলে পড়েছে সীমানা প্রাচীর