সাহসী চেতনার উৎস হয়ে থাকবেন মৌলভী সৈয়দ

স্মরণসভায় বক্তাদের অভিমত

আজাদী প্রতিবেদন | শনিবার , ১২ আগস্ট, ২০২৩ at ৮:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, জাতির জনকের সপরিবারে হত্যাকাণ্ড বাঙালি জাতির কলঙ্ক তিলক। এই কলঙ্ক মোচনের শপথ নিয়ে বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে মৌলভী সৈয়দ প্রস্তুত হয়েছিলেন। তিনি ছাত্রলীগ, যুবলীগের নেতৃত্ব দিয়ে নিজেকে একজন সম্ভাবনাময় রাজনীতিবিদ হিসাবে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন। আওয়ামী রাজনীতির সাথে জনগণের সুসম্পর্ক আরও ঘনিষ্ঠ করে গড়ে তোলার ক্ষেত্রে আমাদের যাত্রায় শহীদ মৌলভী সৈয়দ সাহসী চেতনার উৎস হয়ে থাকবেন। গতকাল সংগঠনের আন্দরকিল্লাস্থ কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী, বীর মুক্তিযোদ্ধা শহীদ মৌলভী সৈয়দের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তব্যে মোতাহেরুল ইসলাম একথা বলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাবেক শ্রম সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা প্রদীপ দাশ, মোছলেহ উদ্দিন মনসুর, এড: মির্জা কছির উদ্দিন, এড: মুজিবুল হক, বোরহান উদ্দিন এমরান, আবুল কালাম আজাদ, সৈয়দুল মোস্তাফা চৌধুরী রাজু, হায়দার আলী রনি, নঈমুল হক পারভেজ, জিয়া উদ্দিন আরিফ, সরওয়ার আলম চৌধুরী সুজন, এ কে এম জয়নাল আবেদীন, ইঞ্জি: মুনির উদ্দিন আহমেদ, মমতাজ উদ্দিন, সুরেশ দাশ, সালেহীনুর জামান তানভীর, মাহমুদুল হক বাবুল, আমির উদ্দিন চৌধুরী, জয়নাল আবেদীন, জান মো: সিকদার, ওয়াশিম মুরাদ, শামসুল ইসলাম, অমল দাশ মানিক প্রমুখ।

চট্টগ্রাম মহানগর যুবলীগ : যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে প্রতিরোধ সংগ্রামে আত্মদানকারী শহীদ মৌলভী সৈয়দ আহমদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা সংগঠনের সভাপতি মাহবুবুল হক সুমনের সভাপতিত্বে ও যুগ্মসম্পাদক দিদারুল আলম দিদারর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সহসভাপতি নুরুল আনোয়ার, সাখাওয়াত হোসেন সাকু, যুগ্মসম্পাদক ইশতিয়াক আহমেদ চৌধুরী সাদিত, সাংগঠনিক সম্পাদক সনত বড়ুয়া, দিদারউর রহমান তুষার, ইন্‌িজ. আবু মোহাম্মদ মহিউদ্দিন, এজেএম মহিউদ্দিন রনি, সুমন চৌধুরী, মনোয়ারুল আলম চৌধুরী নোবেল, অর্থ সম্পাদক মান্না বিশ্বাস, হেলাল উদ্দিন আহমেদ, নঈম উদ্দিন খান, রাজীব হাসান রাজন, ডা. মো. শরীফুল ইসলাম আদনান, ফেরদৌস আহমেদ, ইব্রাহিম খলিল নিপু, মোহাম্মদ ওয়াসিম, খায়রুল বাশার তসলিম, ফসিউল আলম সমীর, মোহাম্মদ শওকতসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা শেষে মাওলানা আজিজুল হক দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন।

দক্ষিণজেলা যুবলীগ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার প্রথম প্রতিবাদকারী শহীদ মৌলভী সৈয়দের ৪৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণজেলা যুবলীগের উদ্যোগে মরহুমের গ্রামের বাড়ি বাঁশখালীর শেখেরখীল পারিবারিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন, কবর জেয়ারত, দোয়া মাহফিল ও তাবারুক বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক জহরুল ইসলাম জহুর, সহসভাপতি মর্তুজা কামাল মুন্সি, তৌহিদুল আলম, সাংগঠনিক সম্পাদক মুরিদুল আলম মুরাদ, আবিদ হোসেন, ..ম ফরহাদুল আলম, প্রচার সম্পদক সাইফুল হাসান টিটু, দপ্তর সম্পাদক রাজু দাশ হিরো, জেহেদুল হক মার্শাল, অমল রুদ্র, তাজুল ইসলাম, নাজিম উদ্দিন, সেলিম হকসহ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বাঁশখালী শহীদ মৌলভী সৈয়দ স্মৃতি সংসদ : গতকাল বাঁশখালী শহীদ মৌলভী সৈয়দ আহমদের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়। বাঁশখালী শহীদ মৌলভী সৈয়দ স্মৃতি সংসদের উদ্যোগে কর্মসূচিতে সকাল ১০ টায় শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ, লালজীবন জামে মসজিদে কুরআনখানি, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আবুল হাসেম ভুট্টো, শওকত ছিদ্দিকী, শওকত মেম্বার, যুবলীগ নেতা জহির উদ্দিন মোঃ বাবর, সিরাজদৌলা, জয়নুল আবেদিন, সাহাব উদ্দিন, ছাত্রলীগ নেতা মনছুর উদ্দিন, সাজ্জাদ শাওন, এজিএম তৌহিদ, সোহেল, ফাহিম, তফছির, রানা প্রমুখ। এ সময় শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন মৌলানা মোরশেদ আলম।

মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা : মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রামের উদ্যোগে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রথম প্রতিবাদী কণ্ঠস্বর শহীদ মৌলভী সৈয়দের ৪৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, বিমল দাশগুপ্ত, বিজয় ধর, ফরিদুল আলম, এম কে রায়, মনোরঞ্জন বিশ্বাস, সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ আলম ইমন, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ সেনের পরলোকগমন
পরবর্তী নিবন্ধপটিয়ায় হুইপ সামশুল হকের শুকনো খাবার বিতরণ