সীতাকুণ্ডের মেসার্স সালেহ কার্পেট মিলস লিমিটেড নামের সম্পত্তিতে রিসিভার নিয়োগ দিয়েছেন আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ সম্পত্তি দেখভাল করবেন। গতকাল সোমবার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।
আদালতের পেশকার মো. রেজাউল করিম আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিক্রিদারের দরখাস্ত মঞ্জুরক্রমে সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী অফিসারকে বর্ণিত সম্পত্তির রিসিভার নিয়োগ করা হল। রিসিভার দরখাস্তের তফশিলে বর্ণিত সম্পত্তির নিয়ন্ত্রণগ্রহণ পূর্বক ঐ সম্পত্তির যাবতীয় আয় ১ নম্বর দায়িকের নামে ডিক্রিদার ব্যাংকে হিসাব খুলে জমা রাখবেন।
তফশিল সম্পত্তি সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করবেন। বর্তমান ভাড়াটিয়া প্রতিমাসের ভাড়া ১০ তারিখের মধ্যে রিসিভার বরাবর রসিদ মূলে প্রদান করবেন। রিসিভার প্রতিমাসের ১৫ তারিখের মধ্যে তফশিল সম্পত্তির আয় ব্যয়ের হিসাব আদালতে দাখিল করবেন।
তিনি বলেন, ডিক্রিদারের নিয়োজিত বর্তমান ভাড়াটিয়া বা কোনো পরিচালন কর্মচারীকে আদালতের পূর্ব অনুমোদন ছাড়া রিসিভার উচ্ছেদ বা বরখাস্ত করতে পারবেন না। এ দায়িত্ব পালনের জন্য রিসিভার প্রতি মাসে ২৫ হাজার টাকা করে সম্মানী পাবেন। আদালতসূত্র জানায়, মেসার্স সালেহ কার্পেট মিলস লিমিটেডের বিরুদ্ধে ২০০৮ সালে ১শ কোটি টাকা জারি মামলাটি দায়ের করেন সোনালী ব্যাংক আগ্রাবাদ শাখা।