চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা মামলায় তার মায়ের করা রিভিশন আবেদনের শুনানির জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন ঠিক করেছে আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেনের আদালতে রিভিশন পিটিশনের ওপর শুনানি হওয়ার কথা ছিল। খবর বিডিনিউজের।
তবে সালমান শাহের মা নীলা চৌধুরী এদিন আদালতে উপস্থিন না হওয়ায় শুনানি পিছিয়ে নতুন তারিখ দিয়েছেন বিচারক। বাদীপক্ষের আইনজীবী মো. ওবায়দুল্লাহ বলেন, সালমান শাহ মামলায় পিবিআইয়ের দেওয়া তদন্ত রিপোর্ট সঠিক হয়নি মর্মে আমরা আদালতে দাবি করেছি। এ মামলার আসামি রিজভী আহমেদ পিবিআইকে মেইলে একটি অডিও ক্লিপ পাঠায়। আমরা সংশ্লিষ্ট আদালতে অডিও ক্লিপটা দাবি করেছিলাম। কিন্তু আদালত আমাদের তা সরবরাহ করেনি। ওই আদেশে সংক্ষুব্ধ হয়ে আমরা রিভিশন দায়ের করি। তিনি বলেন, রিভিশন আবেদনকারী হলেন সালমান শাহর মা নীলা চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে ইংল্যান্ডে রয়েছেন। তিনি অসুস্থও। তার ভাই আলমগীর কুমকুমকে রিভিশনকারী হিসেবে পাওয়ার অব অ্যাটর্নি দিয়েছেন। তিনি আজ আদালতে আসেননি। এ কারণে রিভিশন শুনানি হয়নি। আগামী ২৩ সেপ্টেম্বর শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত। এদিকে সালমান শাহর মৃত্যুর ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে তার কিছু ভক্তকে মহানগর দায়রা জজ আদালতের সামনে এদিন ব্যানার হাতে দাঁড়াতে দেখা যায়।