নগর ট্রাফিক পুলিশের (পশ্চিম) সার্জেন্ট মো. সজলের বিরুদ্ধে মারধর ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলা দুইদিন পর প্রত্যাহার চেয়ে আবেদন করেছেন মো. রায়হান। গতকাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে তিনি এ আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি মিমাংসা হয়ে গেছে। তিনি আর প্রতিকার চান না।
মো. রায়হানের আইনজীবী মো. সাইফুল আলম আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী মাসের ২২ আগস্ট এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গত ১৯ জুলাই মো. রায়হান নিজেকে ভুক্তভোগী দাবি করে সাজেন্ট মো. সজলের বিরুদ্ধে মারধর ও চাঁদাবাজির অভিযোগ এনে একই আদালতে নালিশি মামলাটি দায়ের করেন।
আদালত সূত্র জানায়, নালিশি অভিযোগটি গ্রহণ করে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কাউকে দিয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে সেদিন পিবিআইকে নির্দেশ দেয় আদালত।