সারা দেশে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরও ৫৯১

অপারেশন ডেভিল হান্ট

| বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৪৮ পূর্বাহ্ণ

২৪ ঘণ্টায় সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য অপরাধে ১ হাজার ৬৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৫৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য অপরাধে গত মঙ্গলবার রাত থেকে গতকাল পর্যন্ত ১ হাজার ৬৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৫৯১ জন এবং অন্যান্য মামলা ও ওয়ান্টেমূলে গ্রেপ্তার ১ হাজার ৯৫ জন। খবর বাংলানিউজের।

পূর্ববর্তী নিবন্ধআজ হযরত সৈয়দ চাঁদ শাহ (রা.) এর ১৯৬ তম বার্ষিক ওরশ
পরবর্তী নিবন্ধসময়ের যথার্থ ব্যবহার মানুষকে অনন্য উচ্চতায় নিয়ে যায়